ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

জীবনের সকল বিষয়ে ইসলামের কাছে স্বতন্ত্র দৃষ্টিকোণ এবং জীবনের সকল সমস্যার সমাধান পেশ করে ইসলাম। ইসলামের শিক্ষা ও আদর্শ কোন মানুষের তৈরী নয় বরং এটা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত। মহান স্রষ্টা মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন তিনিই নারী ও পুরুষের স্রষ্টা। তিনি মানব জীবনের যাবতীয় বিধান ঐশী গ্রন্থের মাধ্যমে অবতীর্ণ করেছেন এবং রসূলগণের ( আল্লাহর বাণী বাহক বা তাঁর দূত ) মাধ্যমে বাস্তব জীবনে তা প্রয়োগ করে দেখিয়েছেন। এই জীবন বিধান মানুষের স্বভাব প্রকৃতির অনুকূল এবং জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার সহায়ক। বিবাহের মাধ্যমে নারী -পুরুষের মধ্যে স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক স্থাপিত হয় এবং একটি পারিবারিক জীবনের সূত্রপাত হয়। কয়েকটি পরিবার মিলে গড়ে ওঠে সমাজ। মানব জাতির সামনে এটা একটা বড় প্রশ্ন যে সমাজ কোন্ নীতি আদর্শের ভিত্তিতে চলবে যার মাধ্যমে সমাজে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যের মধ্যে যথার্থ ভারসাম্য থাকবে ? এই নীতি ও আদর্শের নামেই জীবন বিধান। এই জীবন বিধানের মূল লক্ষ্য হবে নারী ও পুরুষের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ, একটি উন্নত পবিত্র সমাজের প্রতিষ্ঠা এবং উন্নত মানব ...