Posts

Showing posts from February, 2025

কিরে চাকরিটা হলো ?

Image
  - কিরে চাকরিটা হলো ? - না রে শ্রুতি । - কেনো এটা তো সব ঠিক ছিল! - হয়তো আমি যোগ্য নই। - এই চুপ করতো সেন্টু মারিস না বেশি । - না রে সত্যি আমি কি ভুল করছি বুঝতে পারছি না । সবার শুধু এক্সপিরিয়েন্স চাই । যদি কেউ সুযোগটাই না দেয় এক্সপিরিয়েন্স পাবো কোথা থেকে বল তো । - ঠিক তুই তোর মনের মতন চাকরি পাবি ওতো ভাবিস না । - কি করবো আর বলতো ? আমি বোধয় ওই সেলসের চাকরিটা পেয়েছিলাম ওটাই করে নিলে হতো । এখন বুঝতে পারছি কি ভুল করেছি আমি । - তুই তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং কেনো পড়লি বি বি এ পড়তে পারতিস । - ধূর আমার তো ভালো লাগতো এবং এখনো লাগে তাই পড়েছিলাম। - তাহলে, তুই কিচ্ছু ভুল করিসনি, তুই শুধু নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিস। - এই কলকাতার বাজারে এটাই সবচেয়ে বড় ভুল করেছি রে । - ওতো ভাবিস না ঠিক পেয়ে যাবি। - বাড়ির একমাত্র ছেলে তো ভাবতে হয় । এই বছর এপ্রিলে পঁচিশ বছর বয়স হয়ে যাবে । এখনো বাবাকে দেখি কাজে যেতে আর আমি নাকি ঘরে বসে তার টাকায় তারাম করে খাচ্ছি । তাছাড়া তুই ভাব তো তোর বাড়িয়ে লোক একটা বেকার ছেলের সাথে তোর বিয়ে দেবে ? - আরে এতো কিছু কেনো ভাবছিস চাকরি তো তুই পেয়েই যাবি। -...