Posts

ভালোবাসা কি সত্যি ছিল?

Image
    কবিতা লিখে যদি তোমাকে রাখতে পারতাম, তবে হয়তো আজও আমার আঙুলে গন্ধ থাকতো তোমার। শব্দেরা এখন মৃত, তোমার স্পর্শ ছাড়া তারা আর গান গায় না। গল্প লিখে যদি তোমাকে থামাতে পারতাম, তবে হয়তো আমার বুকের ভেতর আর এমন শূন্যতা জন্মাত না। পাণ্ডুলিপির প্রতিটি পাতায় আজ শুধু তোমার চলে যাওয়ার শব্দ বাজে— ধীরে ধীরে, ধারালো ছুরির মতো। যুদ্ধ করে যদি তোমাকে আটকাতে পারতাম, তবে হয়তো এই পরাজিত বিকেলগুলোকে এভাবে বয়ে বেড়াতে হতো না কাঁধে কাঁধে। সব যুদ্ধ শেষ, সব ব্যূহ ভেঙে গেছে, শুধু তোমার অনুপস্থিতি জিতে গেছে আমার সমস্ত অস্তিত্বের ওপর। ভালোবাসা কি সত্যি ছিল? নাকি ভালোবাসা কেবলই এক মরুভূমির মিথ্যা মরীচিকা— যেখানে আমি দৌড়েছি সারাজীবন, তুমি কোনোদিন ছিলে না... শুধু ছায়া ছিল, ছায়ারও ছায়া। এখন রাতের বাতাসে ভেসে আসে ফাঁকা নাম, ভাঙা কবিতা, ফুরিয়ে যাওয়া যুদ্ধের শ্লোগান। ভালোবাসা কি সত্যি ছিল?                             _Ujjwal 

নামহীন এক বিষাদ

Image
 ঘড়ির কাঁটা থেমে গেছে, কীসের জন্য — জানি না। হাওয়ার শরীরে ফাটল ধরেছে, আমি শুনি, শুনি এক ফাটল-ফুটো শব্দ... তুমি কি ছিলে কোনোদিন? পেছনের রাস্তায় পায়ের ছাপ নেই আর, নেই কোনো চিহ্ন, নেই কোনো অপেক্ষা। শুধু কুয়াশার ভেতর হাত বাড়াই, ছুঁয়ে দেখি — ভেঙে যায়, গলে যায়, অদৃশ্য। আমার দেহে জমেছে মরা সময়, প্রতিটি শিরায় কাঁদে পরিত্যক্ত বৃষ্টি। তুমি চলে গেছো, তাই? না কি আমি নিজেই মুছে গেছি — ধোঁয়ার মতো, ছাইয়ের মতো? একটা নামহীন ঘর পড়ে আছে বুকে, দরজা জানালা খুলে চুপচাপ, সেখানে ঢোকে না আলো, ঢোকে না বাতাস  শুধু ঢোকে এক চিরস্থায়ী বিস্মরণ। আমি কাঁদি না, আমি ডাকি না, আমি কেবল রয়ে গেছি— একটা অপূর্ণ, অদেখা, অকথিত চিৎকার হয়ে।                                                                      -- ujjwal  

কিরে চাকরিটা হলো ?

Image
  - কিরে চাকরিটা হলো ? - না রে শ্রুতি । - কেনো এটা তো সব ঠিক ছিল! - হয়তো আমি যোগ্য নই। - এই চুপ করতো সেন্টু মারিস না বেশি । - না রে সত্যি আমি কি ভুল করছি বুঝতে পারছি না । সবার শুধু এক্সপিরিয়েন্স চাই । যদি কেউ সুযোগটাই না দেয় এক্সপিরিয়েন্স পাবো কোথা থেকে বল তো । - ঠিক তুই তোর মনের মতন চাকরি পাবি ওতো ভাবিস না । - কি করবো আর বলতো ? আমি বোধয় ওই সেলসের চাকরিটা পেয়েছিলাম ওটাই করে নিলে হতো । এখন বুঝতে পারছি কি ভুল করেছি আমি । - তুই তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং কেনো পড়লি বি বি এ পড়তে পারতিস । - ধূর আমার তো ভালো লাগতো এবং এখনো লাগে তাই পড়েছিলাম। - তাহলে, তুই কিচ্ছু ভুল করিসনি, তুই শুধু নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিস। - এই কলকাতার বাজারে এটাই সবচেয়ে বড় ভুল করেছি রে । - ওতো ভাবিস না ঠিক পেয়ে যাবি। - বাড়ির একমাত্র ছেলে তো ভাবতে হয় । এই বছর এপ্রিলে পঁচিশ বছর বয়স হয়ে যাবে । এখনো বাবাকে দেখি কাজে যেতে আর আমি নাকি ঘরে বসে তার টাকায় তারাম করে খাচ্ছি । তাছাড়া তুই ভাব তো তোর বাড়িয়ে লোক একটা বেকার ছেলের সাথে তোর বিয়ে দেবে ? - আরে এতো কিছু কেনো ভাবছিস চাকরি তো তুই পেয়েই যাবি। -...

WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION SCIENCE BOOKS

                WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION Science books PHYSICS: 3 Uchcha Madhyamik Padartha Bidya Dwari, Majumder, Maity Chhaya Prakashani WBCHSE / PHYS-203 /Class-XI / 2007 4 Uchcha Madhyamik Padartha Bidya Dwari, Majumder, Maity Chhaya Prakashani WBCHSE / PHYS-204 /Class-XII / 2007   MATHEMATICS: 1 Uchcha Madhyamik Ganit Sourindra Nath De Chhaya Prakashani WBCHSE / MATH-201 /Class-XI / 2007 2 Uchcha Madhyamik Ganit Sourindra Nath De Chhaya Prakashani WBCHSE / MATH-202 /Class-XII / 2007   BIOLOGY: 1 Uchcha Madhyamik Jibbigyan Paul & Bhattacharya Publishing Syndicate WBCHSE / BIOS-201 /Class-XI / 2007 2 ...

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

Image
জীবনের সকল বিষয়ে ইসলামের কাছে স্বতন্ত্র দৃষ্টিকোণ এবং জীবনের সকল সমস্যার সমাধান পেশ করে ইসলাম। ইসলামের শিক্ষা ও আদর্শ কোন মানুষের তৈরী নয় বরং এটা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত। মহান স্রষ্টা মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন তিনিই নারী ও পুরুষের স্রষ্টা। তিনি মানব জীবনের যাবতীয় বিধান ঐশী গ্রন্থের মাধ্যমে অবতীর্ণ করেছেন এবং রসূলগণের ( আল্লাহর বাণী বাহক বা তাঁর দূত ) মাধ্যমে বাস্তব জীবনে তা প্রয়োগ করে দেখিয়েছেন। এই জীবন বিধান মানুষের স্বভাব প্রকৃতির অনুকূল এবং জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার সহায়ক। বিবাহের মাধ্যমে নারী -পুরুষের মধ্যে স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক স্থাপিত হয় এবং একটি পারিবারিক জীবনের সূত্রপাত হয়। কয়েকটি পরিবার মিলে গড়ে ওঠে সমাজ। মানব জাতির সামনে এটা একটা বড় প্রশ্ন যে সমাজ কোন্ নীতি আদর্শের ভিত্তিতে চলবে যার মাধ্যমে সমাজে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্যের মধ্যে যথার্থ ভারসাম্য থাকবে ? এই নীতি ও আদর্শের নামেই জীবন বিধান। এই জীবন বিধানের মূল লক্ষ্য হবে নারী ও পুরুষের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ, একটি উন্নত পবিত্র সমাজের প্রতিষ্ঠা এবং উন্নত মানব ...

প্রবন্ধ রচনা

*বিজ্ঞানের জয়যাত্রা* ভূমিকা:- মানব সভ্যতার বিজয়রথের চালক হল বিজ্ঞান । সমগ্র মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানব সভ্যতার হাহক হল বিজ্ঞান । গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল বিজ্ঞানের জয়যাত্রা । বিজ্ঞান কী ?— বিজ্ঞানের জয়যাত্রা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কী ? বিজ্ঞান হল বিশুদ্ধ জ্ঞান । যে জ্ঞান প্রকৃত সত্যের সন্ধান দেয় । যে জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে মানবসমাজ আরো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে । মানবসমাজের কল্যাণ সাধন হবে । বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে, নানা পথে —বিজ্ঞানের সৃষ্ট বিজয়রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রা করছে অনায়াসে । মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে ,মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ আর রহস্যময় নয় । সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য । অভ্রভেদী তুষারাবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে । দুস্তর মরু পাড়ি দিতেও আজ আর কোনো ব্যাপার নয় । বিজ্ঞানের জয়যাত্রায় খুলে গেছে...

প্রবন্ধ রচনা

ছাত্র জীবনে খেলাধূলার প্রয়োজনীয়তা ভূমিকা :- " ছাত্রানাং অধ্যয়নং তপঃ ।" ছাত্রছাত্রীদের প্রধান কাজ হল পড়াশুনা করা । পড়াশুনাকে তপস্যার মতো করেই করা দরকার । তবে পড়াশুনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধূলার বিশেষ প্রয়োজন আছে । কারণ অসমর্থ ও দুর্বল শরীরে কখনো ভালো পড়াশুনা হয় না । এই প্রসঙ্গে তরুণদের উদ্দেশ্যে স্বামীজী বলেছেন "গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে ।" ফুটবল খেলা অর্থাৎ নিয়মিত খেলাধূলা মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখে একথা সবাই স্বীকার করে । খেলাধূলা ও শরীরচর্চা :- খেলাধূলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে । ছাত্রজীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধূলা । খেলাধূলার জন্য চাই সবুজ মাঠ । আর এই সবুজ মাঠের অভাব বর্তমানে খুবই প্রকঠ । অভাব থাকা সত্ত্বেও স্কুলে বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন যোগাসনের মধ্য দিয়ে শরীরচর্চা করানো একান্ত প্রয়োজন । সুস্থ শরীরের অধিকারীরাই পারে সুন্দর কিছু করতে ও লেখাপড়ায় আরও আগ্রহী হতে । প্রতিদিন নির্দিষ্ট সময়ে দৌড়ানো বা বিভিন্ন ধরনের খেলাধূলা করলে কেউ অল্প পরিশ্রমে ক্লান্ত ...